ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু

মাদারীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) সকালে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ওই রোগী মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকা।

সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, সকালে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।

এর আগে গত শুক্রবার (২৯ মে) আরেক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণ করেন। তার নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

সিভিল সার্জন আরো জানান, জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০০ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৫ জন, শিবচর উপজেলায় ২৭ জন, রাজৈর উপজেলায় ৩৫ জন এবং কালকিনি উপজেলায় ১৩ জন। এর মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন।

 

বেলাল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়