ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে ৭ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ৭ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯০ জনে।

রোববার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৫ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন রয়েছেন। বেশিরভাগ আক্রান্তরা ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশা-পাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে জেলায় ১৮৩ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৪০ জন, কাশিয়ানী উপজেলায় ৫১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩০ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩৯ জন রয়েছেন।


বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়