ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীপুরের সেই ফোর মার্ডার: নিহত নুরা জিপিএ-৫ পেয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শ্রীপুরের সেই ফোর মার্ডার: নিহত নুরা জিপিএ-৫ পেয়েছে

গাজীপুর শ্রীপুর উপজেলায় আলোচিত মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তান হত্যাকাণ্ডে নিহত বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শ্রীপুর উপজেলার জৈনাবাজর এলাকার এইচ.এ.কে (হাজী আব্দুল কাদের) একাডেমী স্কুল থেকে নুরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ ফলাফল করে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নুরার স্কুলের প্রধান শিক্ষক শাহিন সুলতানা।

তিনি জানান, নূরা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। এ স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৩৯ জন। এদের মধ্যে নূরাসহ ৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।

চলতি বছরের ২২ এপ্রিল দিবাগত রাতে শ্রীপুর উপজেলার জৈনাবাজার আবদার গ্রামের মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের বসত ঘরের দোতলায় তার স্ত্রী স্মৃতি ফাতেমা (৩৮), বড় মেয়ে সাবরিনা সুলতানা নুরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১৩) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলকে (৮) ধর্ষণের পর কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।


গাজীপুর/ হাসমত আলী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়