ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮

চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে জানান, রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।  এর মধ্যে মহানগর এলাকার ৮৯ জন রয়েছেন।  বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।  এর মধ্যে ২ জন নগরীতে ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

রোববারের প্রাপ্ত নমুনা রিপোর্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে বাঁশখালী উপজেলায় ২ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীতে ১২ জন, রাউজানে উপজেলায় ৩ জন, হাটহাজারীতে ২ জন এবং সীতাকুণ্ড উপজেলায় ৪ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ জন।  সুস্থ হয়েছেন ২১৭ জন।

 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়