ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নোয়াখালীতে আরও ২৩ জন করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে আরও ২৩ জন করোনায় আক্রান্ত

নোয়াখালীতে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে  জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮৮ জনে। এদিকে জেলার সেনবাগ উপজেলায় এক মসজিদের মুয়াজ্জিন করোনায় আক্রান্ত হয়ে সকালে মারা গেছেন।

সোমবার (১ জুন) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি বলেন, ‘গত দুদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। এতে ২৩ জনের করোনা শনাক্ত হয়।’

আক্রান্তদের মধ্যে ৩৫ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫৬৬ জন নিজ নিজ বাগিতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।



সুজন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়