ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় ৮০ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যানের গোদা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ ও  বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক পাচার হচ্ছে, এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চেয়ারম্যানের গোদা এলাকায় যায়। সেখানে মাদক পাচারকারীরা বিজিবি সদস‌্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়। বিজিবির সদস‌্যরা ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন। নিহত আব্দুর রহমান কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘একজন মারা যাওয়ার খবর শুনেছি স্থানীয়দের কাছ থেকে। তবে বিজিবির কেউ আমাদেরকে এ বিষয়ে জানায়নি।’


বান্দরবান/বাসু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়