ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলি দিয়ে এলো ভারতীয় পেঁয়াজের দ্বিতীয় চালান

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিলি দিয়ে এলো ভারতীয় পেঁয়াজের দ্বিতীয় চালান

দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের দ্বিতীয় চালান দেশে প্রবেশ করেছে।

সোমবার (১ জুন) এক হাজার ৭০০ মেট্রিক টনের একটি চালান বন্দরে প্রবেশ করে।

এর আগে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৮ মে) রেল যোগে ভারত থেকে পেঁয়াজের প্রথম চালান আসে এই বন্দরে।

সোমবার সকালে ভারতের নাসিক থেকে এক হাজার ৭০০ মেট্রিক টন পেঁয়াজের দ্বিতীয় চালানটি নিয়ে দর্শনা রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে ভারতীয় একটি মালবাহী ট্রেন হিলি রেল স্টেশনে আসে।

দুপুর থেকে দ্রুতগতিতে শুরু হয় খালাস কার্যক্রম। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে আমদানীকৃত এসব পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানীকারক সাইফুল ইসলাম রাইজিংবিডিকে জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। এতে বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানীর জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে দর্শনা হয়ে দ্বিতীয় চালানে এক হাজার ৭০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।


মোসলেম উদ্দিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়