ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে নতুন করে ২০৮ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে নতুন করে ২০৮ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ২০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে মহানগর এলাকায় ১৪২ এবং বিভিন্ন উপজেলায় ৬৩ জন রোগী শনাক্ত হয়েছে। অন্য ৩ জন রোগীর ঠিকানা পাওয়া যায়নি।

সোমবার চট্টগ্রামের তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাবে ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত করা হয়।

সোমবার (১ জুন) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা হয়েছে ২৬১ জনের। এতে করোনা পজেটিভ পাওয়া গেছে ১০১ জনের। এর মধ্যে নগরের ৯৬ জন। অন্য ৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

চিকিৎসক ছাড়াও এ ল্যাবে নতুন শনাক্তদের তালিকায় রয়েছে— চার পুলিশ সদস্য, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের চার স্বাস্থ্যকর্মী এবং দুইজন আনসার সদস্য।

এছাড়া, বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে পরীক্ষা হয়েছে ২১২ জনের নমুনা। এর মধ্যে নগরের ৩৮ জন এবং বিভিন্ন উপজেলার ৯ জনসহ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ৪৭ জনের।

নগরীর সিভাসুর ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৮ জন। এর মধ্যে নগরের রয়েছে শুধুমাত্র ৮ জন। ৪৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। এছাড়া, এ ল্যাবে শনাক্ত আরো ৩ রোগীর কোন ঠিকানা পাওয়া যায়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা রোগী পাওয়া গেছে ২ জন।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়