ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

২ মাস পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২ মাস পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দুই মাস আট দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ‌্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, করোনার কারণে গত ২৪ মার্চ থেকে উভয় দেশের লকডাউন ঘোষনা করা হয়। এতে ভারত-বাংলাদেশের মধ‌্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গতকাল পয়লা জুন ভোমরা বন্দর এলাকায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সিএন্ডএফ কর্মকর্তা ও সদস্যদের সাথে আলোচনার মা‌ধ‌্যমে স্বাস্থ্য বিধি মেনে ২ জুন সকাল ৮টা থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেওয়া হয়।

এদিকে আমদানি রপ্তানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। কর্মহীন শ্রমিক কর্মচারীসহ ব্যবসায়ীদের মধ্যে কর্ম মুখর পরিবেশ দেখা যাচ্ছে।



শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়