Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

সিসিক মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিসিক মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল বলেও জানান তিনি।

করোনা পজিটিভ হলেও কোন ধরনের উপসর্গ নেই, তিনি সুস্থও আছেন। এ কারণে বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

গত ২৩ মে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারি মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হন।

এরপর মেয়রসহ নগর ভবনের কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে তাদের সকলেরই পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এর আগে গত ২৭ মে সিলেটের সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের করোনাভাইরাস পজিটিভ আসে। তিনিও বাসায় আইসোলেশনে রয়েছেন। একই দিন কামরানেরও নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে তার নমুনায় নেগেটিভ রিপোর্ট আসে।


সিলেট/ নোমান/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়