ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে ট্রলার মালিকের জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে ট্রলার মালিকের জরিমানা

সরকার ঘোষিত ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) বন্ধ মৌসুমে পটুয়াখালীর মহিপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে ১৫ জেলেসহ 'এমভি তিমন' নামে একটি মাছ ধরা ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা ও আটক ১৫ জেলের কাছ থেকে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া ট্রলারটি আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ট্রলার মালিক ও সব জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায়। 

কুয়াকাট নৌ পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, রাতে অভিযান চালিয়ে ট্রলারসহ ১২০ কেজি জাটকা ইলিশ ও
২৫ জেলেকে আটক করা হয়। পরে রাত বারোটার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলারের মালিক কাওছার মৃধাকে দশ হাজার টাকা এবং নিষিদ্ধ সময়ে মাছ ধরার দায়ে আরও পনের হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া  ১৫ জেলের কাছ থেকে মুচলেখা রেখে তাদের ছেড়ে দেওয়া।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) সুস্পষ্ট লঙ্ঘন করে মাছ শিকার করায় ট্রলারের মালিককে জরিমানা করা হয়েছে। নদী ও সাগর মোহনায় মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মৎস্য অবরোধ সফল করতে নৌ পুলিশ ও কোস্টগার্ডের নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।



ইমরান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়