ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পঞ্চগড়ে পরিবহন কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে পরিবহন কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পঞ্চগড়ে প্রথমবারের মত পরিবহন কাউন্টার ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিনের নেতৃত্বে পঞ্চগড় শহরের নৈশকোচ কাউন্টার, বাস টার্মিনাল, বিআরটিসি কাউন্টারে এ অভিযান চলে। চালকসহ পথচারীদের মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে সচেতনতামুলক এ অভিযান চালানো হয়।

এসময় বিআরটিএ এর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা, পঞ্চগড় সদর থানার এসআই নুর আলম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন জানান, আইন অমান্যকারীকে সরকারের নির্দেশনা ও সংক্রমণ নিরোধ আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে।

কেউ যদি এই আইন বাস্তবায়নে বাধা প্রদান করে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলে তিন মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে বলে সচেতন করা হয়েছে। এছাড়া যদি কেউ সংক্রামক জীবাণুর বিস্তার ঘটান বা বিস্তার ঘটাতে সহায়তা করেন তাহলে ওই ব্যাক্তির অপরাধী বলে গণ্য হবে।


পঞ্চগড়/মো. আবু নাঈম/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়