ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে নগর পরিকল্পনাবিদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে নগর পরিকল্পনাবিদের মৃত্যু

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. জামাল মোস্তফা জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার (২ জুন) জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার শরীরে করোনার উপসর্গ থাকলেও তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে আজ বুধবার দুপুরে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিম মৃত্যু বরণ করেছেন। এ নিয়ে একদিনে চট্টগ্রামে দুজন বরেণ্য ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো।


রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়