ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে চিকিৎসকসহ ১৪০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৬, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে চিকিৎসকসহ ১৪০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে চিকিৎসক, পুলিশসহ আরও ১৪০ জন  করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৮৬ জন ও উপজেলা পর্যায়ে ৫৪ জন রযেছেন। চট্টগ্রামের তিনটি পিসিআর ল্যাবে ৫৩০ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

বুধবার (৩ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ছয়জন চিকিৎসক ও পাঁচজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে চারজন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসক আছেন। এছাড়া, একজন চমেকের ল্যাবকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। রয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের দুইজন। পুলিশ সদস্যসহ তাদের পরিবারের আটজন, বন্দর কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের ১০ জন রয়েছেন।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩ হাজার ৫৩৭ জনের মধ্যে মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ২৪৮ জন।

 

চট্টগ্রাম/রেজাউল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়