ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেশি দামে ওষুধ বেচলে ব্যবস্থা নেবে সিএমপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেশি দামে ওষুধ বেচলে ব্যবস্থা নেবে সিএমপি

চট্টগ্রাম মহানগরীতে বেশি দামে ওষুধ বিক্রি অথবা মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

শনিবার (৬ জুন) রাতে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে যে, করোনার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ওষুধের মূল্য কোনো কোনো ফার্মেসিতে বেশি নেওয়া হচ্ছে। বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগ পেলে দ্রুত কঠোর ব্যবস্থা নেবে সিএমপি।

ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর হাজারি লেনসহ বিভিন্ন স্থানে ওষুধের দোকানে অভিযান চালিয়েছে সিএমপি। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ওষুধের অবৈধ মজুদ ও মূল্য বৃদ্ধি সংক্রান্ত  তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে সিএমপি।

চট্টগ্রাম মহানগরীর কোনো ফার্মেসিতে যেকোনো ধরনের ওষুধের দাম বেশি নেওয়া হলে নিকটস্থ থানার অফিসার ইনচার্জকে অথবা সিএমপির হটলাইন নাম্বারে (করোনাভাইরাস সংক্রান্ত সিএমপির হটলাইন: ০১৮৮০৮০৮০৮০) ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়