ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় করোনায় নড়াইলের ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় করোনায় নড়াইলের ইমামের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় মোহাম্মদ আলী মিয়া (৬০) নামে একজন ইমামের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল পৌণে ৩টায় খুলনার করোনা (ডায়াবেটিস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের পুত্র। তিনি স্থানীয় খাশিয়াল জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, মোহাম্মদ আলী মিয়া নামের ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ২৫ মে রাতে খুলনার করোনা (ডায়াবেটিস) হাসপাতালে ভর্তি হন। সেখানে ১২দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৬ জুন) বিকেল পৌণে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে মো. ইমাম হোসেন বলেন, তার বাবার হৃদযন্ত্রের রোগী ছিলেন। পরবর্তীতে তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। এরপর থেকেই তিনি খুলনার করোনা হাসপাতালে ভর্তি ছিলেন। তবে, কয়েকদিন আগে তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে বলে তাদের জানানো হয়।

এ বিষয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তির ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল। পাঁচ দিন আগে একবার তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে মারাত্মক সমস্যা থাকায় তাকে ছাড়া হয়নি। এ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।



খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়