ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪০, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ার ডিসি করোনায় আক্রান্ত

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (০৬ জুন) বিকেলে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

সিভিল সার্জন জানান, শুক্রবার (০৫ জুন) সন্ধ্যা থেকে তিনি সর্দি জ্বর অনুভব করলে শনিবার সকালে তিনি নমুনা দেন পরীক্ষার জন্য। বিকেলে ফলাফল করোনা পজেটিভ আসে।

তিনি আরো জানান, কুষ্টিয়ায় মোট ১১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ২৩, ভেড়ামারায় ১৯, মিরপুরে ১২, কুষ্টিয়া সদরে ৩২, কুমারখালীতে ১৮ এবং খোকসা উপজেলায় ৭জন। এদের মধ্যে পুরুষ রোগী ৮৫ ও নারী ২৬ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩১ জন।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, জেলা প্রশাসক বাসায় আছেন এবং ভালো আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়