ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে ৬০ সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে ৬০ সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

দায়িত্ব পালন করতে গিয়ে লক্ষ্মীপুরে ৬০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে স্বাস্থ্য বিভাগেরই আছেন ২৯ জন।

রোববার (৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

করোনার বিস্তার রোধে শুরু থেকে চিকিৎসা সহায়তা ও মরদেহ দাফনে সক্রিয় ভূমিকা পালন করছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ। আর এ দুই বিভাগেরই ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া, জেলায় ২৭২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, করোনায় আক্রান্ত ৬০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে রয়েছে জেলা প্রশাসনের তিনজন, স্বাস্থ্য বিভাগের ২৯ জন, পুলিশ সদস্য ১৬ জন, উপজেলা প্রশাসনের একজন, ব্যাংক কর্মকর্তা ছয়জন, আনসার চারজন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত জেলায় ২৭২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারি ৬০ জন। যাদের বেশিরভাগ সুস্থ আছেন।

 

ফরহাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়