ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চকরিয়ায় বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চকরিয়ায় বন্য হাতির মৃত্যু

কক্সবাজারে অসুস্থ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। চকরিয়া উপজেলার পূর্ণগ্রাম বনবিট ও রাজঘাট এলাকায় এ হাতিটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা।

তিনি বলেন, গত দু’দিন ধরে চকরিয়া উপজেলার ভোমরিয়া রেঞ্জের আওতাধীন বনে একটি হাতি ঘোরাঘুরি করতে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে শনিবার (৬ জুন) খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম ও রাজঘাট বনবিট এলাকায় যাওয়া হয়। পরে বনের ভেতরে দেখা যায় একটি হাতি পড়ে আছে।

সোহেল রানা আরও বলেন, হাতিটি পড়ে থাকাতে দেখে সেখানে চিকিৎসক নেওয়া হয়। পরে পরীক্ষা করে দেখে হাতিটি মারা গেছে। হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছর হতে পারে। এরপর ময়না তদন্ত শেষে গর্তে পুতে ফেলা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি অসুস্থতার কারণে মারা গেছে। হাতিটির শরীরে কোনো আঘাত ছিল না। আর স্থানীয়রাও জানিয়েছে, হাতিটি দু’দিন ধরে ঘোরাঘুরি করছিল। কিন্তু কাউকে আঘাত করেনি। তারপরও ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঠিক কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।



রুবেল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়