ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএসআরএম কারখানায় দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিএসআরএম কারখানায় দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার রড প্রস্তুতকারী বিএসআরএম স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

রোববার (৭ জুন) ভোরের দিকে অ্যাম্বুলেন্সে করে দগ্ধ ৪ জনকে তাদের ঢাকা নিয়ে যাওয়ার পথে কুমিল্লার কাছাকাছি পৌঁছালে দুই জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- গিয়াস উদ্দীন এবং নজরুল ইসলাম।

মিরসরাই জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভুইয়া জানান, শনিবার সন্ধ্যার দিকে বিএসআরএম স্টিল কারখানায় রড তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ শ্রমিক গুরুতর দগ্ধ হয়। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শ্রমিকের মৃত্যু ঘটে। অপর ৪ দগ্ধ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রোববার ভোরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

নিহতদের মরদেহ চট্টগ্রামে ফিরিয়ে এনে তাদের স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাকি দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

** বিএসআরএম কারখানায় বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৪



রেজাউল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়