ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্যাতিত মোমিনুলের মায়ের পাশে এসপি আবিদা

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নির্যাতিত মোমিনুলের মায়ের পাশে এসপি আবিদা

সম্প্রতি লালমনিরহাটে নির্যাতনের শিকার মোমিনুলের মায়ের পাশে দাঁড়ালেন এসপি আবিদা সুলতানা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনীবাজারে এসপি আবিদা সুলতানা মোমিনুলের আবাসন প্রকল্পের বাড়িতে যান।

এসময় তিনি মোমিনুলের অসুস্থ মায়ের খোঁজখবর নেন। এসপি এবং চেম্বার অব কমার্চের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়।

এসপি আবিদা সুলতানা জানান, কেউ চুরি করলে তাকে পুলিশে দিতে পারেন। দেশে আইন আছে। আইন অনুযায়ী দোষীর বিচার হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

সম্প্রতি লালমনিরহাটে কাজের অভাবে দুই লিটার সয়াবিন তেল চুরি এবং সেই অপরাধে মোমিনুলকে নির্যাতনের সংবাদ রাইজিংবিডিতে প্রকাশ হয়। নির্যাতনের ঘটনায় সবাই অভিযুক্ত আশরাফ আলী লালের প্রতি নিন্দা জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ জুন) রাতে মায়ের অসুস্থতা ও ক্ষুধার জ্বালায় কর্মহীন মোমিনুল দিশেহারা হয়ে একটি ইজি বাইক থেকে দুই লিটার সয়াবিন তেল চুরি করতে গিয়ে ধরা পড়ে। এরপর আশরাফ আলী লাল নামে এক ব‌্যক্তি তার ওপরে অমানবিক নির্যাতন চালান। এ ঘটনায় আশরাফ আলী লালকে পুলিশ আটক করে বুধবার (১০ জুন) আদালতে তোলে। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠান।



ফারুক আলম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়