ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুমিল্লায় আরও ৮৪ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমিল্লায় আরও ৮৪ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় নতুন করে আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৪ জন।

শনিবার (১৩ জুন) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ তথ্য জানান। 

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৪১ জন, মুরাদনগরে চারজন, লাকসামে ১১ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, বুড়িচংয়ে একজন, নাঙ্গলকোটে নয়জন ও বরুড়ায় পাঁচজন রয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৮ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৯৮ জন।

মোট আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৪৫ জন, দেবীদ্বারে ১৯২ জন, মুরাদনগরে ১৭৪ জন, চান্দিনায় ১৩৬ জন, লাকসামে ১১৪ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, বুড়িচংয়ে ১০৭ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, আদর্শ সদরে ৭৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন, সদর দক্ষিণে ৩৩ জন, তিতাসে ৩৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, বরুড়ায় ৪৩ জন, মনোহরগঞ্জে ৩০ জন, হোমনায় ২৬ জন, মেঘনায় ২৩ জন, লালমাইয়ে ১৩ জন রয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে  ১১ হাজার ৫৮৮ জনের।

 

ইমরুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়