ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় আরও ১১১ জন করোনা রোগী শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
 কুমিল্লায় আরও  ১১১ জন করোনা রোগী শনাক্ত

কুমিল্লায় নতুন করে ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৯৫৭ জন।

সোমবার (১৫ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৩৭ জন, লাকসাম উপজেলায় ৪ জন, চৌদ্দগ্রামে ৮ জন, মুরাদনগরে ২ জন, বুড়িচংয়ে ২ জন, আদর্শ সদরে ৭ জন, চান্দিনায় ১১ জন, বরুড়ায় ৩ জন, দেবীদ্বারে ৬ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৮ জন, মেঘনায় ১ জন, হোমনায় ৬ জন, ব্রাহ্মণপাড়ায় ১, নাঙ্গলকোটে ৩ জন, সদর দক্ষিণ ৯ জন ও লালমাইয় উপজেলায় ২ জন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে রোববার (১৪ জুন) মারা গেছেন দুইজন। এ নিয়ে জেলায় মোট মারা গেছে ৫২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বিকেল পর্যন্ত হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৩৮৪ জন সুস্থ হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৯ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৪৭৭ জনের।

 

ইমরুল/বকুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়