ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কুমিল্লার ৪টি ওয়ার্ডে শুক্রবার থেকে লকডাউন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমিল্লার ৪টি ওয়ার্ডে শুক্রবার থেকে লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী শুক্রবার (১৯ জুন) মধ্যরাত থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডকে লকডাউন করা হবে। 

বুধবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরিসভা আহ্বান করা হয়। ওই সভা থেকে করোনা রোগী বেশি থাকায় সিটি কর্পোরেশনের ৩নং, ১০নং, ১২নং ও ১৩নং ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত হয়। 

সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, এ সব ওয়ার্ডে শুক্রবার রাত ১২টা থেকে ১৪ দিনের লকডাউন করা হবে। সেই হিসাবে ৩ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাইরের কেউ প্রবেশ করতে কিংবা কাউকে বের হতে দেওয়া হবে না। এখানকার সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

বুধবার রাত পর্যন্ত কুমিল্লা জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২০০ জন। আর মারা গেছে ৬৩ জন। সুস্থ হয়েছেন ৬৫১ জন।

 

ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়