ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

করোনা পরিস্থিতিতে দীর্ঘ তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর থেকে জামালপুরের কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

ভারত থেকে পাথরবাহী পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। 
 
গত মার্চ মাসে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করে কামালপুর স্থলবন্দর কর্তৃপক্ষ। দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর তা আবার শুরু করা হলো। 

পাথরবাহীবাহী ট্রাক জীবাণুনাশক স্প্রে করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়। স্বাস্থ্য বিভাগের টিম প্রস্তুত না থাকায় ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্যপরীক্ষা করা সম্ভব হয়নি। ফলে তাদের ট্রাক থেকে নামতে দেওয়া হয়নি। দ্রুত পাথর আনলোড করে পাঠিয়ে দেওয়া হয়।

শনিবার থেকে পুরোদমে স্বাস্থ্যবিধি মেনে পাথরের ট্রাক আসবে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রথম দিন অনেক সমস্যাই ছিল। শনিবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই বন্দরের আমদানি-রপ্তানি পরিচলনা করা হবে বলে জানান তিনি।


সেলিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়