ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করছেন মেয়র ছালেক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করছেন মেয়র ছালেক

কাজল মিয়া জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে সদাইপাতি ক্রয় করতে এসেছেন। কিন্তু তার মুখে মাস্ক নেই।

জীবনের ঝুঁকি নিয়ে এমন শত শত লোক প্রতিদিন নিত্য প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। তাদের অনেকের মুখের থাকে না মাস্ক।

এসব দিক লক্ষ্য করে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে লোকজনের মাঝে মাস্ক বিতরণ করছেন মেয়র ছালেক মিয়া।

রোববার (২১ জুন) বিকেলে তাকে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউনগর বাজারে মাস্ক বিতরণ করতে দেখা যায়। পৌর মেয়রের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকার লোকজন।

মাস্ক পাওয়া রিকশাচালক জসিম শিকদার বলেন, ‘আমি রিকশা চালাই। করোনার সময় সকলে মাস্ক ব্যবহার করতে বলেছেন। আমি শুরুতে একটা কিনেছিলাম কিন্তু সেটি হারিয়ে গেছে জন্য আর কেনা হয়নি। আজ মেয়র সাহেব একটা মাস্ক দিয়েছেন। এখন থেকে এটি ব্যবহার করবো।’

মেয়র মো. ছালেক মিয়া জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা প্রয়োজন। এখানে নিত্য প্রয়োজনে ঘর থেকে হওয়ার আগে ব্যবহার করতে হবে মাস্ক। আর ঘরে প্রবেশের আগে সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে। কিন্তু এলাকার সাধরণ মানুষ এসব করছেন না। এর ফলে জেলায় দিন দিন করোনা প্রাদুভাব বেড়ে চলছে। তাই জনগনকে সচেতন করার পাশাপাশি তাদের হাতে তুলে দিচ্ছি মাস্ক।

এসময় নিজেদেরকে নিরাপদ রেখে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন।

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়