ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত ১

লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫শ জুন) ভোররাতে উপজেলার শমশের নগর সীমান্তে এই ঘটনা ঘটে।

বিষয়টা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত।

নিহত মিজান বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ীর ভুট্টো মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরুর রাখালের কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুমন্ত কুমার মোহন্ত জানান, বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন গরু ব্যবসায়ী ভ্যারভেরিরহাট সীমান্তের ৮৬২ মেইন পিলার হয়ে ভারতীয় গরু নিয়ে ফিরলে বিএসএফ-১৪০ ব্যাটালিয়নের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিজান। পরে তার সাথীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতাল থেকে মিজানের মরদেহ উদ্ধার করেছে।

 

ফারুক/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়