ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবিরাম বর্ষণ ও উজানের ঢলে ফুঁসছে তিস্তা

পীরগাছা (রংপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অবিরাম বর্ষণ ও উজানের ঢলে ফুঁসছে তিস্তা

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফুঁসে উঠছে তিস্তা নদী। এতে নদী অববাহিকায় নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করেছে।

শুক্রবার (২৬ জুন) পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে শুক্রবার সকাল ৯টায় বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উজানের ঢল সামাল দিতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। এতে ঢলের পানি ভাটি অঞ্চলে প্রবাহিত হয়ে তিস্তার পীরগাছা এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

এদিকে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উজানের ঢল নেমে আসা অব্যাহত থাকায় তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে প্রায় ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে হঠাৎ তিস্তায় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চরের নিম্নাঞ্চলে আবাদকৃত সবজি, বাদাম, পাট ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। টানা বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষগুলো ঘর থেকে বের হতে পারছে না। ফলে চলমান করোনা পরিস্থিতিতে অর্থ সংকটে থাকা অসহায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

শিবদেব চরের কৃষক মিলন মিয়া জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সকাল থেকে অস্বাভাবিকভাবে পানি বেড়েই চলছে। এতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তবে পানি দ্রুত কমে যাবে বলে আশা করছি।’


জুয়েল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়