ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩২৬৬

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩২৬৬

গাজীপুরের পাঁচটি উপজেলায় নতুন করে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৬৬ জন। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৭ জন।

শুক্রবার (২৬ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৫১১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৭৭ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রন্তদের মধ্যে রয়েছে শ্রীপুর উপজেলায় ৩৬ জন, গাজীপুর সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ১১ জন, কাপাসিয়া উপজেলায় ৬ জন এবং কালিয়াকৈর উপজেলায় ৩ জন।

জেলা সিভিল সার্জ অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, এ পর্যন্ত জেলার সর্বমোট ২২ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে তিন হাজার ২৬৬ জনের। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছেন ২ হাজার ২২ জন। এ ছাড়া শ্রীপুর উপজেলায় ৩৮০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৭৭ জন, কালীগঞ্জ উপজেলায় ২৮৭ জন এবং কাপাসিয়া উপজেলায় ২০০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৭ জন।


গাজীপুর/হাসমত আলী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়