ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৩, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে আরও ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২১ জন, শিবপুর উপজেলায় আটজন, পলাশ উপজেলায় চারজন, মনোহরদী উপজেলায় দুইজন, বেলাব উপজেলায় দুইজন ও রায়পুরা উপজেলায় পাঁচজন রয়েছে।

নরসিংদীতে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৮২২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ৬ হাজার ২৭১টি নমুনার। জেলায় এক হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৮৫৬ জন, পলাশে ১০৭ জন, শিবপুরে ১২৩ জন, রায়পুরাতে ৯৩ জন, মনোহরদীতে ৭০ জন ও বেলাবোতে ৭০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত হোম আইসোলেশনে আছে ৪০৮ জন, হাসপাতাল আইসোলেশনে আছে ২৮ জন ও আইসোলেশন মুক্ত হয়েছে ৮৫৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৮ জন। এর মধ্যে নরসিংদী সদরে ১৮ জন, বেলাব উপজেলায় তিনজন, রায়পুরায় তিনজন, পলাশে একজন, মনোহরদীতে দুইজন ও শিবপুরে একজন রয়েছে।

 

এইচ মাহমুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়