ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রংপুরে মৃদু ভূমিকম্প

করোনাকালে ভূমিকম্পের 'রেড জোন' হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলায় মৃদু ভূমিকম্প অনুভব হয়েছে। রোববার (২৮ জুন) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পন হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে বিভাগের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জাকির হোসেন জানান, ভারত ও মিয়ানমার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।  বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ,নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের কিছু স্থানেও এ ভূকম্পন অনুভব হয়েছে।

এদিকে ভূমিকম্পে কোনো ক্ষক্ষতির খবর পাওয়া না গেলেও করোনাকালে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি করেছিল। এসময় অনেককে ভয়ে রাস্তায় এসে জড়ো হতে দেখা গেছে। এর আগে গত ৮ জানুয়ারি রংপুর বিভাগে ভূমিকম্প অনুভূত হয়।


নজরুল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়