ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈশ্বরদীতে মিনিবাস চাপায় ভ্যানচালক নিহত

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈশ্বরদীতে মিনিবাস চাপায় ভ্যানচালক নিহত

পাবনার ঈশ্বরদীতে মিনিবাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার (২৮ জুন) দুপুর ১ টায় দাশুড়িয়া-পাকশী মহাসড়কের দিয়াড় বাঘইল করিমের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আব্দুস সাত্তার (৬৫) উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে।

নিহতের নাতি তারেকুল ইসলাম জানান, তার দাদা আব্দুস সাত্তার মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি আসার পথে পিছন দিক থেকে রূপপুর আনবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-১০১৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সিলভার রংয়ের মিনিবাসে করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদেশিরা গ্রিন সিটিতে যাচ্ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান জানান, পথচারী নিহতের ঘটনায় উত্তেজিত জনতা কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানান, স্থানীয় লোকজনের কাছে জেনেছি গাড়িটি রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদেশিদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হত। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।


পাবনা/শাহীন রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়