ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনায় আক্রান্তদের জন্য মেয়র লিটনের উপহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্তদের জন্য মেয়র লিটনের উপহার

৩০ কেজির এক বস্তা চাল, আরেক বস্তায় ১৩ পদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বস্তার উপরে চিরকুটে লেখা- ‘‘ভয় নেই, আমরা আপনার পাশে আছি, সুস্থতা কামনায় এএইচএম খায়রুজ্জামান লিটন, মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন।’’

এভাবেই অভয় দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় করোনা আক্রান্তদের সহায়তায় বাড়ি বাড়ি মেয়র খায়রুজ্জামান লিটনের উপহার হিসেবে খাদ্যসামগ্রীর এই প্যাকেজ পৌছে দেওয়া হচ্ছে। 

রোববার (২৮ জুন) বিকেলে নগর ভবনে মেয়র খায়রুজ্জামান লিটন ১৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথম দিনে ১৯নম্বর ওয়ার্ডে ১১টি পরিবার, ১৮নম্বর ওয়ার্ডে ৬টি পরিবার এবং ৯নম্বর ওয়ার্ডে ৬টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। মেয়রের এই উপহার ৩০টি ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে করোনায় আক্রান্তদের কাছে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৩০ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম আদা, ৫০০ গ্রাম রসুন, ২০০ গ্রাম চা, ৫০ গ্রাম লবঙ্গ এবং ২টি সাবান।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনায় আক্রান্ত হওয়ার কারণে যেসব পরিবার লকডাউনে থাকছে, তাদের অন্তত ১৫ দিনের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখতে স্থানীয় কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তানজিমুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়