ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নওগাঁয় ৬ ইউপি সদস্যসহ আক্রান্ত ৩৪

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নওগাঁয় ৬ ইউপি সদস্যসহ আক্রান্ত ৩৪

নওগাঁয় নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫১ জনে।

সোমবার (২৯ জুন) সকালে ডেপুটি সিভিল সার্জন মনজুর-এ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্ত ৩৪ জনসহ নওগাঁ কোভিড-১৯-এ শনাক্ত  তে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৩ জন। মারা গেছেন ৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার (২৮ জুন) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার ল্যাব ও বগুড়ার টিএমএসএস হাসপাতাল ল্যাব থেকে ১৭৩টি নমুনার ফল আসে। এর মধ্যে ৩৬টি করোনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে আগে আক্রান্ত  দু'জন রোগীর দ্বিতীয় দফার পরীক্ষায়ও ‘পজিটিভ’ এসেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ ও ১২ জন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন পোরশা উপজেলার গাঙ্গুরিয়া  ইউনিয়নের ৬ জন ইউপি সদস্যসহ ১৬ জন, সদর উপজেলায় ১০ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ২ জন এবং রানীনগর উপজেলায় ১ জন।

 

সাজু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়