ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নদী খননের মাটি অপরিকল্পিতভাবে রাখায় বিপাকে কৃষক

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নদী খননের মাটি অপরিকল্পিতভাবে রাখায় বিপাকে কৃষক

ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিতভাবে স্তূপ করে রাখা নদী খননের মাটির চাপায় বন্ধ হয়ে গেছে সংযোগ খাল ও সেচ নালা। ফলে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছে ওই এলাকার কৃষক।

সরেজমিনে গেলে দেখা যায়, ধানসিঁড়ি নদী খননের মাটিতে চাপা পরে আছে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সংযোগ খাল ও সেচ নালার প্রায় ৩ কিলোমিটার স্থান। আর এ কারণে বাগরী ব্র্যাক মোড় এলাকা থেকে উত্তর বাগরী গাজী বাড়ির খাল পর্যন্ত প্রায় ১৫শ বিঘা জমিতে কৃষকের চাষাবাদ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। সেচ সংকট চরম আকার ধারণ করেছে। একারণে এখানের কৃষকরা চরম হতাশ। পাশাপাশি এসব জমিতে বর্ষার পানি জমে থাকায় দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।পানি সরানো যাচ্ছেনা। দীর্ঘ দিন এ সমস্যার কারণে সংযোগ খালে পানি না আসায় এলাকাবাসি বাধ্য হয়ে এই দূষিত পানি রান্না ও ধোয়ার কাজে ব্যবহার করছে।

বাগরী ব্র্যাক মোড় এলাকার কৃষক ফারুক সিকদার বলেন, ‘ব্র্যাক মোড় এলাকায় দুটি ছোট কালভার্ট রয়েছে- নদী খননকালে মাটির চাপায় বন্ধ হয়ে গেছে তার মুখ। তখন আমরা বাধা দিলে তারা পরে সরাবে বলে আশ্বাস দেয় কিন্তু আজও পর্যন্ত সরায়নি। তবে আমরা নিজ উদ্যোগে মাটি সরাতে গেলে স্থানীয় প্রভাবশালী মহল তাদের জায়গা দাবী করে দখল করে আছেন এবং মাটি সরাতে বাধা দিচ্ছেন।'   

উত্তর বাগরী এলাকার বাহাদুর গাজী, মোজাম্মেল, ইসরাফিল খান, ইসমাইল খান, আঃ মজিদ, আঃ রউফ- এরা জানালেন, তারা প্রতি বছরের মতো চলতি মওসুমে ইরি আবাদ করতে পারেননি। পানি উন্নয়ন বোর্ডের  ঠিকাদার ধানসিঁড়ি খননের মাটি সরিয়ে না নেয়ায় সেচ সংকট চরম আকার ধারণ করেছে। মাটি কেটে স্তূপ  রাখায় এ্ই এলাকার ৬টি সংযোগ খাল ও ৫টি কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। দ্রুত মাটি সরিয়ে খাল ও কালভার্টের মুখ চালু করতে না পারলে এই আমন মৌসুমেও চাষাবাদ সম্ভব হবেনা বলে জানান তারা।

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আ. ছালাম আকন জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে অতিবৃষ্টিতে পানি আটকে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ কারণে বীজতলা বা রোপণকৃত ধান নষ্ট হতে পারে।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. ফয়সাল বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথে আমি মাটি সরিয়ে সেচ নালা ও সংযোগ খালগুলোর পানি চলাচল করার ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি।'


অলোক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়