ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে করোনায় আরও দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে করোনায় আরও দুজনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৪৫ জন।

সোমবার (২৯ জুন) রাতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওমর ফারুক (৩৫) ২৪ জুন স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যান। পরে ২৫ জুন আসা রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তিনি বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। ২৮ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তার মৃত্যু হয়।

এদিকে, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক‌্যাল অফিসার ডা. নিলিমা ইয়াছমিন বলেন, অশ্বদিয়া ইউনিয়নের বাদারিপুর গ্রামের বাসিন্দা আজিজুল হক (৭০) গত ২০ জুন নমুনা দিয়ে যান। ২৫ জুন ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার পর থেকে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জুন রাতে তিনি মারা যান।

 

নোয়াখালী/সুজন/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়