ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হিলিতে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হিলিতে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। 

পাঁচ দিন আগে প্রকারভেদে যে কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) সকালে সেই মরিচ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। 

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মিঠু আহমেদ জানান, কয়েক দিনের মধ্যে মরিচের দাম বাড়ায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। দাম এত বেশি হওয়ায় অনেক ক্রেতার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে।

তিনি জানান, ৫/৬ দিন আগে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে পাইকারি কিনে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেছেন। এখন ৮০ থেকে ৮৫ টাকা দরে পাইকারি কিনে ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছেন।

হিলি বাজারের কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, ৫-৬ দিনের টানা বৃষ্টিতে ক্ষেতের অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। এতে দাম বেড়েছে।

বাজারে মরিচ বিক্রি করতে আসা চাষি গোলাম রাব্বানী জানান, প্রতি বছর তিনি এক বিঘা জমিতে মরিচ চাষ করেন। কয়েক দিন আগেও তিনি পাইকারি ২৫ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে খেতে পানি জমে মরিচ নষ্ট হয়ে গেছে। তবে দাম বেশি পেয়ে পোষাতে পারছেন।  

 

মোসলেম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়