ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে আ.লীগ নেতাসহ আরও ২৫ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৫, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে আ.লীগ নেতাসহ আরও ২৫ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও ছয় স্বাস্থ্যকর্মীসহ ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৩ জনে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় সাতজন, সদর উপজেলায় ছয়জন, মুকসুদুপুর উপজেলায় পাঁচজন, টুঙ্গিপাড়া উপজেলায় চারজন ও কাশিয়ানী উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে ৫ হাজার ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় ১০ জন মারা গেছেন।৩৮ জন সুস্থ হয়েছেন। ৩১৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৬৬৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৭২ জন, মুকসুদপুর উপজেলায় ১৫৪ জন, কাশিয়ানী উপজেলায় ১৩৬ জন, কোটালীপাড়া উপজেলায় ১০৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯৮ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৫৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।



বাদল সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়