ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাতিয়ায় নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাতিয়ায় নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো এক জেলে।

এছাড়া, এই নৌকাডুবিতে১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০জুন) ভোররাতে উপজেলার নিঝুম দ্বীপ থেকে ১০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে ডিকলার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

পরে সকালের দিকে নিহত জেলে বেচন (২৩) এর মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। তিনি জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে।

অন্যদিকে, নিখোঁজ রয়েছেন জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবেরের ছেলে মো.সোহাগ (১৩)।

ওসি মো. আবুল খায়ের জানান, সোমবার গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার ফিশিং নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমিয়ে ছিলেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

 

সুজন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়