ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগী বেড়ে ৯৬৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগী বেড়ে ৯৬৮

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬৮ জন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ২৮৫টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, আখাউড়ায় তিন জন, নবীনগরে ১৭ জন, বিজয়নগরে দুজন, সরাইলে ছয় জন, নাসিরনগরে দুজন, কসবায় ১৯ জন ও আশুগঞ্জে পাঁচ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৪ জন ও মারা গেছেন ১১ জন। এখনও আইসোলেশনে রয়েছেন ৬৭৬ জন। এর মধ্যে জেলায় ৬৫১ জন ও অন্য জেলাতে ২৫ জন।


মাইনুদ্দীন রুবেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়