ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দোয়ারাবাজারে করোনায় আক্রান্ত স্কুল শিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দোয়ারাবাজারে করোনায় আক্রান্ত স্কুল শিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনায় আক্রান্ত হয়ে আরশ আলী(৫৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. কামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরশ আলী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গের গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। তিনি ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সিভিল সার্জন ডা. কামস উদ্দিন জানান, সর্দি, কাশি ও জ্বর নিয়ে গত ২৫ জুন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেন। গত ২৬ জুন তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় ২৬ জুন তাকে সিলেট শামছুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। পরে মঙ্গলবার (৩০ জুন) রাতে তার মৃত্যু হয়।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে আরশ আলীল মৃত্যু হয়েছে। তার লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন পর্যন্ত জেলা করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এদের মধ‌্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

 

আল আমিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়