ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ‌্যা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যশোরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ‌্যা

যশোরে করোনা আক্রান্তের সংখ‌্যা দিন দিন বেড়েই চলেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

বুধবার (১ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের ডা. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে আরও ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় ৬৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। নতুন আক্রান্ত ৪২ জনের মধ্যে শহরে ২৩ জন, অভয়নগর ও ঝিকরগাছা উপজেলায় ছয় জন করে, শার্শা উপজেলায় চার জন এবং চৌগাছায় তিন জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ডা. রেহেনেওয়াজ জানান, এসব রোগীদের বাড়ি উপজেলা প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যেই লকডাউন করা হয়েছে এবং তাদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোরে এ পর্যন্ত ১২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৯২ জন।


রিটন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়