ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একমাসে ৯ লাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একমাসে ৯ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বাগেরহাটে গেল এক মাসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করেছে।

১লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময়ে ১ হাজার ৩৮১ জনকে ২৯২টি মামলা করা হয়।

বুধবার (০১ জুলাই) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করতে জুন মাস থেকে জেলার ৯টি উপজেলায় আমাদের ৩০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে। ত্রিশ দিনে আমরা ২৯২টি মামলা এবং ১ হাজার ৩‘শ ৮১ জনকে ৯ লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা করেছি। এসময় অনেক মানুষের মাঝে জেলা ও উপজেলা সদরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানান তিনি।


বাগেরহাট/আলী আকবর টুটুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়