ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লায় করোনা উপসর্গ-লক্ষণ নিয়ে ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমিল্লায় করোনা উপসর্গ-লক্ষণ নিয়ে ৫ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ ও লক্ষণ নিয়ে মারা গেছেন পাঁচজন।

এদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) সকাল পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন—  ইউসুফ আলী, নাবিল, হাজী জব্বর, দুদু মিয়া ও রিনা আক্তার।

ডা. মুক্তা রানি ভূইয়া জানান, আজ সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছেন।

মৃত পাঁচজনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চারজন ও আইসোলেশনে একজন চিকিৎসাধীন ছিলেন।

 

ইমরুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়