ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

বগুড়ায় নতুন করে আরো ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৫২ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৩৯ জন, দুপচাঁচিয়া উপজেলায় ১৪ জন, সারিয়াকান্দি উপজেলায় ৫ জন, শিবগঞ্জ উপজেলায় ৩ জন, কাহালু উপজেলায় ৩ জন, ধুনট উপজেলায় ৩ জন, শেরপুর উপজেলায় ২ জন, শাজাহানপুর উপজেলায় ১ জন, গাবতলী উপজেলায় ১ জন, আদমদীঘি উপজেলায় ১ জন এবং সোনাতলা উপজেলায় ১ জন। এদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২৫ জন ও শিশু ৩ জন।

বৃহস্পতিবার বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। ডেপুটি সিভিল সার্জন জানান,  ৪৬৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৭৩ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে শজিমেকে ১৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জনের, টিএমএসএস এর ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জনের এবং ঢাকায় ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২২জনের পজিটিভ শনাক্ত হয়।

এ পর্যন্ত বগুড়ায় আক্রান্ত ৩০৫২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮০২ জন। মারা গেছেন নতুন করে ১ জনসহ ৫৩ জন।

 

আলমগীর/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়