ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝিনাইদহে নতুন ২৭ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝিনাইদহে নতুন ২৭ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ জেলায় নতুন করে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যসহ ২৭ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৪ জন। এসময় মৃত্যু হয়েছে তিনজনের।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ৯৩টি নমুনার মধ্যে ৬৬টি নেগেটিভ ও ২৭টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।

তিনি জানান, জেলায় গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজের ল্যাব থেকে নতুন করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এককর্মী ও পুলিশ লাইনসের এক পুলিশ কনস্টেবলসহ ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে ৯ জন, শৈলকুপায় ২ জন, কালীগঞ্জে ১৪ জন, হরিণাকুণ্ডুতে একজন ও মহেশপুরে একজন রয়েছে। 

সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৯৪ জন সুস্থ ও শৈলকুপা ও কালীগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে।

 

রাজিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়