ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জে বেড়া নির্মাণ করতে গিয়ে কৃষক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে বেড়া নির্মাণ করতে গিয়ে কৃষক নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে বীজলার জমিতে বেড়া নির্মাণ নিয়ে প্রতিপক্ষের হামলায় জিতু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টায় হবিগঞ্জের মাধবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জিতু মিয়া উপজেলার কেউন্দা গ্রামের বাসিন্দা মৃত হাজী আব্দুল হেকিমের ছেলে।

নিহতের ছেলে মাছুম মিয়া বলেন, ‘আমার বাবা জমিতে বেড়া দিতে যান। এ সময়  সাধু, শরীফুলের মা, মিজান, জিয়া ও রমজান মিয়ারা মিলে আমার বাবাকে হত্যা করে। আমি এ হত্যাকাণ্ডেরর সুবিচার চাই।’  

এএসপি নাজিম উদ্দিন জানান, সকাল প্রায় ৯টায় বীজতলা জমিতে বেড়া নির্মাণ করতে যান জিতু মিয়া। এসময় প্রতিপক্ষ লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হলে জিতু মিয়া আহত হন। এসময় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়