ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত বেড়ে ৬৭৮

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত বেড়ে ৬৭৮

কুষ্টিয়ায় আরও ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ জনে। 

জেলার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই ) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৩৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ২৬টি রেজাল্ট পজিটিভ এসেছে। 

নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুর উপজেলায় তিনজন, মিরপুরে একজন, সদরে ১৬ জন, কুমারখালীতে চারজন ও খোকসা উপজেলায় দুইজন রয়েছেন।  

জেলায় মোট আক্রান্ত ৬৭৮ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ৯২ জন, ভেড়ামারায় ৮১ জন, মিরপুরে ৪৪ জন, সদরে ৩৫২ জন, কুমারখালীতে ৮৪ জন ও খোকসা উপজেলায় ২৫ জন। 

জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৯ জন মারা গেছেন। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে মানুষকে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন।

 

কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়