ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত

নওগাঁয় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪০ জনে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন ৮৮ জনের মধ্যে সদরে ৩৭ জন, বদলগাছীতে আটজন, মহাদেবপুরে বাবা মেয়ে, স্বাস্থ্যকর্মীসহ ছয়জন, পোরশায় পাঁচজন, সাপাহারে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ আটজন, ধামইরহাটে ১২ জন, মান্দায় পাঁচজন ও নিয়ামতপুরে পাঁচজন রয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ২২ জন। মোট সুস্থ হয়েছেন ৩০৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে দেড় মাসের শিশুসহ ছয়জন মারা গেছেন। আক্রান্তদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।

 

সাজু/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়