ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি

নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

এ কারণে যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (৩ জুলাই) বিআইডাব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল করছে সীমিত আকারে। এ রুটে সীমিত আকারে রো রোসহ ৭টি ফেরি চলাচল করছে। ফেরি স্বল্পতার কারণে দুইপাড়ে ৭ শতাধিক ছোট-বড় যাত্রীবাহী বাস ও ট্রাক অপেক্ষা করছে।

তিনি আরো জানান, যাত্রীদের দুর্ভোগ লাগবের জন্য বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।




রতন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়